মাওয়া ঘাট, পদ্মাসেতু, পদ্মা নদী ভ্রমণ ও পদ্মার ইলিশ খাওয়া (ডে ট্যুর) CHEERS TOURS & TRAVEL এর সাথে।

CHEERS TOURS & TRAVEL
CHEERS TOURS & TRAVEL 


** এটি একটি ফ্যামিলি এবং ফ্রেন্ডলি ট্যুর**

❑ ট্যুর

ভ্রমণের তারিখঃ ১৩ই নভেম্বর,২০২০ সকাল ৮.৩০ টা। (ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে)

ফেরার তারিখঃ ১৩ই নভেম্বর,২০২০ রাত ৮.০০ টা (ঢাকা) । (আনুমানিক)

*** ভ্রমণের খরচঃ ৯৯৯/- টাকা জনপ্রতি***


দেশের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ইভেন্টটি পরিচালিত হবে।

#ভ্রমনের শুরুতেই সকলকে ২টি করে সার্জিক্যাল মাস্ক দেওয়া হবে,সাথে থাকবে হ্যান্ড স্যানিটাইজার।


অফিসঃ বাড়ি # ২৭, রোড # ০১, আরাম মডেল টাউন, বসিলা মোহাম্মাদপুর, ঢাকা- ১২০৭


#যোগাযোগ: 01684985010 (ইয়াসমিন খান মনি) এবং 01722-199596 (কাজী রাসেল)।


#আপনি আগ্রহী হলে সম্পূর্ণ ইভেন্টটি পড়ে ট্যুর নিশ্চিত করার অনুরোধ রইল।

#ট্যুর কনফার্ম করতে ১০ই নভেম্বর এর মধ্যে জনপ্রতি ৯৯৯/=টাকা (খরচ সহ) জমা দিয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন।


বিকাশঃ 01918-551125 ইয়াসমিন খান মনি (পারসোনাল),

01722-199596 কাজী রাসেল (পারসোনাল)।


টাকা পাঠানোর আগে-পরে ফোন দিয়ে নিশ্চিত করবেন।


#মেয়েদের অগ্রাধিকার দিয়ে আগে নিশ্চিত করার ভিত্তিতে বাসের আসন বিন্যাস করা হবে।


------------------------------------------------------------------------

শহরের কোলাহল থেকে কিছুটা দূরে মাওয়া ঘাটটি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় অবস্থিত। জায়গাটি ঢাকা শহরের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থিত। বছরের পর বছর মাওয়া ফেরি ঘাট পদ্মা নদী হয়ে দক্ষিণে বাংলার সাথে প্রধান সংযোগ স্থাপনকারী হিসাবে রয়ে গেছে। তদুপরি, জায়গাটি প্রচলিত ইলিশ মাছের জন্য বিখ্যাত। ফলস্বরূপ এই জায়গাটি দেশের ব্যস্ততম স্থানগুলির একটিতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থানের লোকেরা নদীর তীরে ঘুরে মাওয়া ঘাটে আসেন, তাজা ইলিশের স্বাদ গ্রহণ করেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপভোগ করেন। ঢাকার মানুষের জন্য, এই জায়গাটি একটি দিনের ভ্রমণের জন্য খুবই ভাল পর্যটন স্পট।

মাওয়া ঘাট ২৪ ঘন্টা খোলা কারণ বাংলাদেশের বৃহত্তম ফেরি টার্মিনালটি মাওয়া ঘাটে। পশ্চিম দিকের বেশিরভাগ পরিবহণ মাওয়া ঘাট ফেরি টার্মিনাল ব্যবহার করে। মাওয়া ঘাট সারাদিন এবং রাত খুব ব্যস্ত থাকে। মাওয়া ঘাটের পাশে বেশ কয়েক বছর ধরে নির্মিত বিশালাকার পদ্মা সেতুটি রয়েছে।

--------------------------------------------------------------------------

❑ ভ্রমণের স্থানসমুহ -

* মাওয়া ঘাট

* পদ্মা সেতু

* কাঠালবাড়ি ঘাট


----------------------------------------------------------------------

❑ সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনাঃ

সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে (মহাখালী বাস স্ট্যান্ড) মাওয়ার উদ্দেশ্যে রিজার্ভ বাসে করে আমাদের ভ্রমণ শুরু হবে। যাত্রার শুরুতেই সকালের নাস্তা সরবরাহ করা হবে। মাওয়া পৌছে কিছুক্ষন ঘুরে রিজার্ভ ট্রলারে করে পদ্মা সেতু দেখতে দেখতে চলে যাবো কাঠালবাড়ি ঘাট। সেখানে ঘুরবো পদ্মা সেতুর সংযোগ সড়কে। ইচ্ছামত ঘুরাঘুরি করবো, গোসল করবো। সময় করে দুপুরের খাবার খাবো পদ্মার ইলিশ মাছ দিয়ে। আবার ফিরে আসবো ট্রলারে করে মাওয়া ঘাটে। সেখান থেকে ঢাকার পথে রওনা হবো।

ইনশাআল্লাহ রাত ৮ টার দিকে ঢাকা পৌছে যাব (আনুমানিক)।

----------------------------------------------------------------------

❑ প্যাকেজের মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ

- ঢাকা- মাওয়া -ঢাকা রিজার্ভ বাস যাওয়া আসা।

- সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা।

- রিজার্ভ ট্রলারে করে মাওয়া- কাঠালবাড়ি ঘাট রুটে নৌ- ভ্রমণ।


----------------------------------------------------------------------

❑ কনফার্ম করার ডেডলাইন: যাত্রার তারিখের কমপক্ষে ২ দিন আগে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বুকিং করা যাবে।

❑ কনফার্মেশনের জন্য জনপ্রতি ৯৯৯/- টাকা (অফেরত যোগ্য) করে জমা দিতে হবে।

***টাকা ডিপোজিট করে আসন নিশ্চিত করতে হবে, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়***

❑ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছর ফ্রি।

- ৩+ থেকে ৫ বছর বয়সীদের জন্য আলোচলা সাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

❑ ভ্রমণের অগ্রিম টাকা পরিশোধের মাধ্যম- বিকাশ বা রকেট করা যাবে।

❑ ট্যুর সংক্রান্ত যেকোনো প্রয়োজনেঃ +880 1842005549